The root of suffering is attachment.

— Buddha

শ্রদ্ধা

শ্রদ্ধা আজ আসবে এখানে
সাজিয়ে রেখেছি ঘরদোর
আর হৃদয়ের উঠোনটুক পরিচ্ছন্ন করেছি
ফুল-চন্দন-ধূপ সব আয়োজন আছে
অস্ফুট মৃদু গান ঠোঁটে শুধু গুনগুন
মৌমাছি হয়ে তাই সারাদিন কাটে

শ্রদ্ধা আসবে
পেয়ালা ভর্তি ননীর মতো নরম ও সুন্দর স্পর্শ তার
পদ্ম পাতার মতো নাভি, চোখদুটি শরৎ-সরোবর
বেণী দুলবে, বেণী দুলবে
আমরা শুধু চেয়ে দেখব বেণীর বাহার

শ্রদ্ধা ঠিক হাঁসের মতো, সরস্বতীর হাঁস
আমরা অঞ্জলি নিয়ে বসে থাকি
পূজা হয়, মন্ত্রপাঠ হয় এখানে বারোমাস।
সবাই শ্রদ্ধাকে চেনে,
সবারই বুকে ঢেউ আছড়ে পড়েছে একদিন
সাঁতার কাটতে কেউ আর ঝাঁপায়নি জলে।

শ্রদ্ধা আসবে
অনেক অনেক জ্বরের পর
অনেক অনেক নির্ঘুম রাতে বাঁশি ভেঙে ফেলে
ক্ষয় হওয়া জ্যোৎস্নার আলো-আঁধারিতে
আমাদের বসন্তের চিঠিগুলি এখনও লেখা হয়
শুধু তাকে দেবো বলে….

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply