Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

শোন বলি তোমায়

শোন বলি তোমায়
না বলা কথাগুলো আজ বলে দিতে চাই
বল কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়
আকাশের ঐ নীল ঠিকানায়
মেঘেরা সদা ডানা ছড়ায়
ওদেরি সেই ভালবাসা
এ মনে আজ পেয়েছে ঠাই
জড়াবো আজ ডোরে তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশি তোমাকে ভালবাসি
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিয়ে হয়
সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি
রূপকথার রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি
ভালবাসি তোমায় পুরনো অনুভবে
এ মনের জগতে রাজকুমারী তুমি
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমি যে তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়

sono boli tomay na bola kotha lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0