To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment.

— Ralph Waldo Emerson

শেয়াল

কত কত মানুষেরা শেয়াল হয়ে যাচ্ছে

আর আমরা ভয় পাচ্ছি

ঘুমোতে পারছি না ।

লোকালয়ে তারাও থাকে

সকাল-সকাল হাঁটতে বেরোয়

সেলুনে দাড়ি কাটে , স্লোগান দেয়

আমাদের ছোট্ট বাংলাভাষার উঠোন

মেঘ-রোদ্দুরের সঙ্গে দাঁড়ায় এসে রবীন্দ্রনাথ

আমরা প্রাচীন আবেগে দেওয়াল বানাই

বিবেকের লন্ঠন জ্বেলে পড়তে বসি

ঈশ্বর আমাদের মাস্টার

নক্ষত্র-বিথীর পথে কে যায় রোজ ?

শেয়ালেরা রূপ বদল করে

তাদের ঘাতক দাঁতে কাঁপে বক্র হাসি

রোজ এসে ধমক দেয় ঘরের সুভাষ !

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply