আমি বৃক্ষের কথা শুনিতে পাই
যখন পূবালী বাতাস বয়,
আমি বৃক্ষের কান্না শুনি
যখন পাতা ঝড়ে যায়।
আমি পাখির আনন্দ অনুভব করি
যখন কিচির মিচির শব্দ করে,
আমি পাখির আর্তনাদ শুনি
যখন বৃক্ষের অভাবে অক্সিজেন কমতে থাকে।
আমি খেক শিয়ালের বিয়ের খবর পাই
যখন রৌদ্র ভরা দুপুরে বৃষ্টি নামে,
আমি খেক শিয়ালের চিৎকার শুনি
যখন শীতে কুঁয়াশায় চারদিক ঢেকে যায়।
আমি সমুদ্রের হাঁসি দেখতে পাই
যখন সমুদ্রে ঢেউ উঠে,
আমি সমুদ্রের কান্নার আওয়াজ শুনি
যখন সমুদ্রে বর্জ্য পদার্থ আঘাত হানে।
লেখা: মোস্তাক আহম্মেদ সাগর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1