কাঁদার জন্য এখানে এসেছি
যদিও হাসির সঙ্গে ঘরকন্না
যদিও পড়েছি হাসিদের স্কুলে
কত অভিনয় শিখেছি
মরে ও বেঁচে জেনেছি নিজেকে
এখানে কিছুই নেই
সময়ের সরণিতে শুধু হাহাকার
ছুটতে ছুটতে, বিশ্রাম নিতে নিতে
চা খেতে খেতে নেমে আসছে অন্ধকার
যে কথা এখনও বলতে পারিনি:
একটি জীবনের কাছে
মানবসভ্যতা একটি উদ্বাস্তু কলোনি!
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1