যারা লাশ বহন করে নিয়ে যাচ্ছে
তারা সবাই পিপাসার্ত
জ্যোৎস্না খেতে খেতে
বাদুড় হয়ে যাচ্ছে মানুষ
আর জলের কাছে গিয়ে
মাছ হতে চাইছে
সেইসব মাছের মুখে
সোনার নাকছাবি
আর শিরদাঁড়া বেয়ে
জলের শিরশিরানি
নেমে যাচ্ছে
সব লাশগুলি বাতাসে ভাসছে
কেউ আর বহন করতে পারছে না
সব লাশগুলি ডানাঅলা
সরীসৃপ হয়ে যাচ্ছে
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1