If you tell the truth, you don’t have to remember anything.

— Mark Twain

লালটিপ

‘খুনের কোনো চিহ্ন মিলে নি’,
‘আই উইটনেস? ঘটনা এই?’

বৃষ্টির পানির সাথে অশ্রুর জায়গা বদল করে বললাম, ‘জি, সুইসাইড কেস।’

অশ্রু মিশ্রিত বৃষ্টির পানির মধ্যেই চলে গেল কাফনে মোড়ানো প্রাণহীন দেহ, কপালে যার রক্তের ফোটা দিয়ে লাল টিপ।

যেদিন অসংখ্য আঘাতে জর্জরিত প্রায় প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরেছিলি, শত নিষেধ সত্ত্বেও রক্তাক্ত হাতটা ধরেছিলি,সেদিন থেকেই তোর অহংকার আমার পছন্দ।
তাইতো ছাদে পৃথিবীর সবচেয়ে হৃদয়হীন মানুষটাকে তোর সাথে দেখেও বলেছি সুইসাইড। পৃথিবীকে তুই বিদায় জানাবি নিজের ইচ্ছায়, অন্য কারো ইচ্ছায় নয়।
শত মিথ্যা দিয়ে হলেও ঢেকে রাখবো তোর দুর্বলতা, কারণ বড়ই অনন্য তোর এই অহংকার……

কপালের লাল টিপে অনেক মানায়, তাই পরিয়ে দিলাম…….
(সমাপ্ত)

সুপারফিশিয়াল মস্তিষ্ক এর চেয়ে বেশি কিছু হয় নি🙂

Writer: Maraea Quibtaea

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply