To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

রজনী হইসনা অবসান

রজনী হইসনা অবসান
শিল্পীঃ বারী সিদ্দিকী
সুরকারঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

গীতিকারঃ সাধক চাঁন মিয়া

রজনী হইসনা অবসান
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
আজ নিশিতে আসতে বন্ধু কালাচঁন।

rojoni hoisna obosan lyrics in bengali

o rojoni hoisna obosan lyrics

aj nishite aste pare lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0