If you find no one to support you on the spiritual path, walk alone.

— Buddha

রঙিলা রঙিলা রঙিলা রে

রঙিলা রঙিলা রঙিলা রে
সুরকারঃ পল্লীকবি জসিম উদ্দিন

গীতিকারঃ পল্লীকবি জসিম উদ্দিন

রঙিলা রঙিলা রঙিলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু, কই গেলা রে
কই গেলা রে বন্ধু, কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে
তুমি হইও চাঁন্দরে বন্ধু, আমি গাঙের পানি
জোয়ারে ভাটাতে হবে, নিতই জানাজানি রে…. নিতই জানাজানি
তুমি হইও ফুল রে বন্ধু, আমি হবো হাওয়া
দেশ বিদেশে ফিরবো আমি, হইয়া পাগেলারে…. হইয়া পাগেলা
সেকালে কইছিলারে বন্ধু, হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হইয়া, ফুইটা রব সাথে রে…. ফুইটা রব সাথে
খালি কণ্ঠ খালি রইল, না পরিলাম মালা
না আইলো মোর প্রাণের পতি, ডুইবা গেলো বেলা রে…. ডুইবা গেলো বেলা

rongila rongila o rongila re lyrics

amare chariya bondhu koi roila re lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0