When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

যেই না আঁকবে পাহাড় যেই না ঢালবে নদী

যেই না আঁকবে পাহাড়
যেই না ঢালবে নদী,
ছোট্ট পাতা বাহার
কীভাবে রোদ লুকাবে।
যেভাবে মেঘেরা ঘামে
যেভাবে হাত ঠান্ডা হয়,
তুমিতো হলদে খামে
কী আর বলো পাঠাবে ?
যা কিছু আর যত ছিল বলার
সব মুলতবি হয়ে যাক,
বোকা পাহাড় জানে সবই মায়ার
শীত চাদরেও ঠান্ডা পাক
না, নানা না, নানা নান্না না না না
বোকা হওয়া যে সহজ নয়
বোকা হয়ে জানতে নেই,
লুকানোতে যে সাহস চাই
ভয় পেয়ে বলতে নেই।
বরফেরা নেমে রাস্তায়
থেমে হেসে যদি হাত মেলায়,
বোকা পাহাড় জানে সবই হাওয়ার
ভালোবাসা হোক অবেলায় ..
না, নানা না, নানা নান্না না না না..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment