A goal without a plan is just a wish.

— Antoine de Saint-Exupéry

যুগান্তর পথ

তোমার কুয়ো থেকে দুঃখ তুলে নিচ্ছি

আমার ভাবনার রশি দীর্ঘ ঝুলে নামছে

কুয়োর পাতালে

একাকী লণ্ঠন জ্বেলে আকাশরঞ্জিনী পতঙ্গদের

                                                  ডাকছি 

ডানা পুড়িয়ে যাক তারা

মৃত্যুর কি ভাষা আছে ?

ভাষাহীন মরে যাওয়াগুলি আমার সন্তান

নিষিদ্ধ প্রান্তরে তাদের কবর দিই আমি

আর মধ্যরাতে কবর থেকে তুলে

                            তাদের প্রাণ ফিরিয়ে দিই 

বাঁচা – মরার ভেতর দিয়েই যুগান্তরের পথ

দাঁড়ি – কমাবিহীন বয়ে যেতে থাকে অনিঃশেষ

Writer: তৈমুর খান 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply