You will not be punished for your anger, you will be punished by your anger.

— Gautama Buddha

যায় যারা, জানে না যায় কেন তারা

যায় যারা
জানে না যায় কেন তারা,
যায় যারা
জানে না কার যে ইশারা।
নেই যার‌ ভেজার তার কিসের তাড়া
এ আঁধার ডাকছে এবার দিচ্ছে কে সাড়া।
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো।
যায় ভেসে যায় অবেলায় জীর্ণতায়
পড়ে থাকি অবিচল কোনো গ্রাম,
মিউজিয়াম স্বখাত সলিলে হায়
সব জল হয়ে যায়।
চাইছি যা জানা
চির ঘুমের বিছানা,
ভেসে যাবে সকালের আনমনে।
যায় যারা
জানে না যায় কেন তারা,
যায় যারা
জানে না কার যে ইশারা।
যায় যে জানে না সে
সঙ্গে যায় কারা,
ফাঁকা ঘর খুঁড়ছে কবর
আলোর ফোয়ারা।
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো।

jai jara janena jai keno tara lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply