যদি প্রশ্ন কর কী আছে আমার
Jodi Proshno Koro Ki Achey Amar
ছায়াছবি: ভালবাসলেই ঘর বাঁধা যায় না
কথা: জাকির হোসেন রাজু
সুর: আলী আকরাম শুভ
শিল্পী: এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
[যদি প্রশ্ন কর কী আছে আমার?
যদি প্রশ্ন কর কী আছে আমার?
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর]-২
[(ও) পাখি কি আর পাখি থাকে!
না থাকিলে পাখা,
বৃক্ষলতার কি রূপ থাকে
না থাকিলে শাখা]-২
সূর্য ছাড়া চাঁদ পারেনা
ও সূর্য ছাড়া চাঁদ পারেনা
জ্যোৎস্না দিতে তার
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর।
[(ও) সাগর নদী ভালো লাগে
থাকলে তুমি পাশে,
তুমি আছ বলে ফাগুন
রঙে রঙে হাসে]-২
দুনিয়াটাই তোমার আমার
ও দুনিয়াটাই তোমার আমার
প্রেমের পারাবার
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
[যদি প্রশ্ন কর কী আছে আমার]-২
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর।
যদি প্রশ্ন কর কী আছে আমার
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1