গীতিকার : সলিল চৌধুরী
সুরকার : সলিল চৌধুরী
🎤 সন্ধ্যা মুখোপাধ্যায়
যদি নাম ধরে তারে ডাকি
কেন সবুজ পাতারা যে সাড়া দেয়,
বনে বনে নব মঞ্জরী
কেন ফুলে ফুলে ভরে যায়।
যদি নাম ধরে তারে ডাকি
যদি ফাগুন ঘিরে গো আসে
বাতাসে বাতাসে তারই সুরভি ভাসে,
যদি ফাগুন ঘিরে গো আসে
বাতাসে বাতাসে তারই সুরভি ভাসে,
নামহারা জানিনা কোন পাখি
নামহারা জানিনা কোন পাখি
তারই গান গেয়ে আকাশ বাতাস ভরে দেয়।
যদি নাম ধরে তারে ডাকি।।
মোর পাগল এমনি এ নেশা
যা দেখি যা শুনি সবই তে যেন সে মেশা,
মোর পাগল এমনি এ নেশা
যা দেখি যা শুনি সবই তে যেন সে মেশা,
দুই নয়ন ঘুমে মগন যখন,
দুই নয়ন ঘুমে মগন যখন,
মোর ভুবনে শুধু স্বপন তারই কেন চায়।
যদি নাম ধরে তারে ডাকি
কেন সবুজ পাতারা যে সাড়া দেয়,
বনে বনে নব মঞ্জরী
কেন ফুলে ফুলে ভরে যায়।
যদি নাম ধরে তারে ডাকি।।
Music
SONG
Jodi Naam Dhore Tare Daki – Sandhya Mukherjee
ARTIST
Sandhya Mukherjee
ALBUM
Sandhya Mukherjee