Challenges are what make life interesting, and overcoming them is what makes life meaningful.

— Joshua J. Marine

যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে হও তুমি আনমনা

যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে
হও তুমি আনমনা।
জেনো ওগো গরবিনী,
এ নহে সুরভি এ যেন গো সেই
মিলন তিথির কামনা।
রাত জাগা এক পাখী
হয়তো সেদিন হারানো সাথীরে
কাঁদিয়া ফিরিবে ডাকি।
সে নহে কূজন, সে যেন গো এই
মিলন তিথির কামনা।
কোন উতলা মাধবী রাতে
স্মৃতি যদি ব্যথা আনে
তুমি কেঁদোনা অভিমানে।
যদি কোন অবসরে
কিছু ব্যথা আর কিছু গান লয়ে
বাতাস বিলাপ করে।
সে নহে রোদন সে যেন গো এই
মিলন তিথির কামনা।

শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply