মেঘের বাড়ি যাবি যদি

আসলি কেন আমার বাড়ি।

নামলি কেন আমার জলে,

সাগর যদি দিবি পাড়ি।

হোওওও

মেঘের বাড়ি যাবি যদি

আসলি কেন আমার বাড়ি

আকাশ যদি হয় ঠিকানা

মনের সীমানা কেন ছুলি

তারার আলো জ্বালাবি বলে

ঘরের প্রদীপ নিভিয়ে গেলি।

ঢেউ গোনা শিখালি কেন

একাকি সময় গোনাবি বলে

চোখের জলে ভিজাবি যদি

বাঁধলি কেন তোর আঁচলে

Megher Bari by Momin

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply