কাব্যগ্রন্থ অবান্তর নীলা
শাওন_মল্লিক
নীলা! শুনছো?
মেঘের যখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে
সে তখন টুপ করে চলে যায় মস্তিষ্কের নিউরনে…
সে তোমায় অনুভব করে প্রতিটি নিউরন এর…
স্ফুলিঙ্গের অন্তরালের সারবস্তু তে….
এতো মাত্রাতিরিক্ত বিচরণে….
তুমি লুকিয়ে থাকো কেনো….?
আমার মস্তিষ্ক টা তো অন্ধকারে আচ্ছাদিত…
তুমি সেখানে বিচরণ করো কীভাবে?
ও আচ্ছা!তুমি তো নীলা!
তুমি তো আলোর উৎস….
তোমার আবার অন্ধকারে কিসের ভয়…
আমিও না!
আজকাল বড্ড ভুলে যায়.….
কিন্তু সে স্পর্শ গুলো….
হাত জড়িয়ে টুপ করে কেঁদে ফেলা….
সে হাসিটা আমি কখনো ভুলতে পারি না জানো?
সর্বদা চোখের মণির পিছনের
আলোকসংবেদী পর্দার আড়ালে তুমি উঁকি দাও….
তোমার স্পর্শ, কান্নারা উঁকি দেয়….
ধরা দাও না কেনো নীলা?
ও আচ্ছা!
ধরা না দেয়াটাও অবশ্য স্বাভাবিক….
জেনে বুঝে আর কেউ কি বিষাক্ত জিনিসে হাত দেয়?
যাক বাদ দাও ওসব কথা….
কিন্তু!নীলা! শুনছো?
মেঘের যখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে
সে তখন টুপ করে চলে যায় মস্তিষ্কের নিউরনে…