Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

মিনতি মোর তোমার পায়ে

মিনতি মোর তোমার পায়ে
Minati Mor Tomar Paaye
ছায়াছবি: আলোর পিপাসা (১৯৬৫)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
[মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে
তোমার পরশ জাগাও আমার আকুল দেহ-মনে]-২
জীবনে মোর জ্বালাও তুমি উজল তব জ্যোতি
তুমি আমার গতি,হব তোমার ব্রতে ব্রতী
চরণ তব দুঃখে-সুখে চাই গো আরাধনে
তোমার পরশ জাগাও আমার আকুল দেহ-মনে।
এসো তুমি পরাণে মোর ব্যথার ব্যথী হয়ে
তোমার কৃপা লয়ে আমার জীবন যাবে বয়ে।
তোমায় শুধু স্মরণ করি যেন প্রতিক্ষণে
তোমার পরশ জাগাও আমার আকুল দেহ-মনে।
আনো তুমি আঁধারে মোর আকাশ ভরা আলো
জীবন প্রদীপ জ্বালো তুমি সুধার ধারা ঢালো
ক্লান্তি মুছে শান্তি আনো মধুর পরশনে
তোমার পরশ জাগাও আমার আকুল দেহ-মনে।
মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে
তোমার পরশ জাগাও আমার আকুল দেহ-মনে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply