নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ –4:10

— পবিত্র কোরআন

মা

সাজ তুমি নতুন করে
সাজ তুমি মুক্ত হয়ে।।
হে রমনী , তুমি তো মা,
তুমি তো জীবন।।

হে রমনী তুমি ছাড়া
এই জীবন শূন্য।।
তুমি তো করেছ মাগো
এই জীবন পরিপূর্ণ।।
ভাঙ তোমার বাঁধা।।

তুমি স্বাধীন
তুমি সাজ

নিজেকে মুক্ত করে
আবার সাজ নতুন করে।।

Written by Aparna Chowdhury

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply