The mind is everything. What you think you become.

— Gautama Buddha

মায়ের এক ধার দুধের দাম

মায়ের এক ধার দুধের দাম
Mayer Ek Dhar Dudher Daam
ছায়াছবি: বর্তমান (২০০০)
কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: খালিদ হাসান মিলু
মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
একধার দুধের দাম-
মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোশ বানাইলেও
ঋণের শোধ হবেনা
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মাগো।
[পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া
সেই যে চইলা গেলো ফিরা আইলো না]-২
মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে
ধরিয়া জঠরে-
মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে
দশমাস দশদিন পরে পেল বেদনা
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মাগো।
[ওরে প্রসবের কী ব্যথা,মা জানে সে কথা
মরিয়াও যেন মায়ের মরন হইলো না]-২
মায়ে ঠেকিয়া সন্তানের দায়
অকালে মা প্রাণ হারায়
[মায়ে ঠেকিয়া সন্তানের দায়]-২
অকালে মা প্রাণ হারায়
কেন সে মায়ের ভক্তি রাখো না?
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মাগো
মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
এক ধার দুধের দাম-
মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোশ বানাইলেও
ঋণের শোধ হবেনা
[এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মা
এমন দরদী ভবে কেউ হবেনা
আমার মাগো]-৩

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply