Great things are done by a series of small things brought together.

— Vincent Van Gogh

মায়াদেবী

#কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

#শাওন_মল্লিক

আমি এক অসম্ভব মায়াদেবীর পাল্লায় পড়েছিলাম বাপু!
পড়েছিলাম বললে বোধহয় ভুল হয়!
পড়ে রয়েছি অনন্তকাল ধরে..
তার মায়া চোখের মায়া সহ্য করবো?
সেই সহ্যশক্তিও নেই আমার!
সে সাধ্য নেই আমার!
সে কি যে মায়া!কি যে চাহনি!
তার এমন মায়া যে!
সে মায়া চোখে চোখ রাখলে
আমায় ধমনী শিরা-উপশিরায় টান পড়ে যায় বাপু!
টানটান রক্তে গড়া শরীর টাও কেমন জানি
মায়াবী হয়ে যায় …
বাতাসের তীব্র গতিতে যেনো বয়ে যায় আমি!
আমার জরাজীর্ণ জীবনের দেবী অন্য কেউ জেনে…
কেউ আর দেবীর রূপ ধরে….
জরাজীর্ণ দেহকে নিয়ন্ত্রণ করতে…
এই জীবন গৃহে গীতবাদ্য আর…
আমোদ-প্রমোদ করতে আসবে না…..
তাই বলছিলাম কি!
আমার দেবী চলচ্চিত্রের চিন্তানন্দনতাকে বাড়িয়ে লাভ নেই..
আমার দেবীর!
বেলি ফুলের গন্ধ এখান অব্ধিই সীমাবদ্ধ!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply