মালতী ভ্রমরে করে ঐ কানাকানি 🎤 হেমন্ত মুখোপাধ্যায়


































































			
			











You have brains in your head. You have feet in your shoes. You can steer yourself any direction you choose

— Dr. Seuss

মালতী ভ্রমরে করে ঐ কানাকানি 🎤 হেমন্ত মুখোপাধ্যায়

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: নচিকেতা ঘোষ
🎤 হেমন্ত মুখোপাধ্যায়

মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
সেই সুরে মনে হয়
তোমারেই জানি আমি জানি
মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
মালতী বলে ওগো মিতা
আমি যে তোমারই জানো কি তা
মালতী বলে ওগো মিতা
আমি যে তোমারই জানো কি তা
প্রাণের পরশ দাও আনি আনি
প্রাণের পরশ দাও আনি
তোমারেই জানি আমি জানি
মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
শুধু গান শুধু হাসি
এই নিয়ে সারা বেলা
চলে আজ ফাগুনের খেলা
শুধু গান শুধু হাসি
শুধু গান শুধু হাসি
এই নিয়ে সারা বেলা
চলে আজ ফাগুনেরই খেলা
শুধু গান শুধু হাসি
মালতী বলে ওগো প্রিয়
এ লগন হোক স্মরণীয়
শোনাও শপথের বাণী বাণী
শোনাও শপথের বাণী
তোমারেই জানি আমি জানি
মালতী ভ্রমরে করে ঐ কানাকানি
সেই সুরে মনে হয়
তোমারেই জানি আমি জানি
মালতী ভ্রমরে করে ঐ কানাকানি ॥

Malati Bhramore Kare Oi Kanakani lyrics
Hemanta Mukherjee
Bondhu

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0