আজ সারাদিন বৃষ্টির পর মা হারিয়ে গেল
মেঘেরা বাঁশি বাজাল
শোঁ শোঁ বাতাসে ছেড়ে গেল অদৃশ্য জাহাজ
আমরা পাখির মতো অদৃশ্য ডানা ঝাপ্টালাম
আমরা মাথা ঠুকলাম কঠিন পাথরে
মা হারিয়ে গেল
মায়ের সাদা থান ভিজে গেল
বৃষ্টিফুল ফুটল মায়ের আঁচলে
সূর্য এল না আজ
বৃষ্টিভেজা ভাঙা পৃথিবীর
একখণ্ড মাটিতে আমরা
দাঁড়িয়ে থাকলাম
মাটির সংসারে হা হা করে বাজল
হাঁড়ি বাসন
ঘর উঠোনে মায়ের আত্মার পদধ্বনি
বৃষ্টিস্বরে মা বলছে, আয়, মাটির কাছে আয়!
অনেক বৃষ্টি,শূন্যতা এবং তুমুল
মাটির ভেতর
আমরা সবাই ঢুকে যেতে থাকি
আমরা সবাই মনে মনে মায়ের কাছে যাই
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1