নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে

মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে
নেই তো খুনির মাফ
তবে কেন পায় না বিচার নিহত গোলাপ
বৃন্ত থেকে ছিড়ে নেয়া নিহত গোলাপ।।

চেয়ে দেখ গোলাপ কারো বুকটা চিড়ে রক্ত ঝরে
আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে
কোন গোয়েন্দা তাকে ধরে
তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ

তবে কেন পায় না বিচার নিহত গোলাপ
বৃন্ত থেকে ছিড়ে নেয়া নিহত গোলাপ।।

খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি
যারা ঐ ফুলদানীতে গোলাপ রেখে আদায় করে তার হাসি

তারাই যে সব পূণ্য করে নেই তো তাদের পাপ।

তবে কেন পায় না বিচার নিহত গোলাপ
বৃন্ত থেকে ছিড়ে নেয়া নিহত গোলাপ।।

ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ মান্না দে
অ্যালবামঃ চিরদিনের

manush khun hole pore lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply