In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

মানব স্বভাব

একবার প্রাণীকুল মানবজাতির কাছে এসে বলে…..তোমার কিসের এত কষ্ট? তুমি কি পেলে.. খুশি হবে আর দুঃখ থাকবে না?

মানব তখন বলে উঠল আমার কিছুই নেই। এটাই আমার কষ্ট।

ঈগল বলল… এই নাও আমার মত তীক্ষ্ণ দৃষ্টি আর বহুদূর দেখার ক্ষমতা তোমাকে দিলাম।

এবার চিতা বলল আমার সাহস, ক্ষিপ্রতা আর দ্রুততা তোমাকে দিলাম।

এরপর শেয়াল বলে উঠল….. তুমি আমার বুদ্ধিমত্তা আমার চতুরতা নাও , তুমি কোথাও আটকাবে না।

এভাবে এক এক করে সব প্রাণী তাদের ক্ষমতা দিয়ে দিল। সব পেয়ে মানবজাতি চলে গেল।

কিছুক্ষনপর পেচা বলে উঠল…….. এরাই সেই জাতি যাদের চোখের ভেতর এক ভয়াল লোভ, চাহিদা আর দ্বন্দের অন্ধকার আমি দেখতে পেয়েছি, একটা সময় এই পৃথিবীর সব সম্পদ ক্ষমতা প্রাণীকুল শেষ হয়ে যাবে,পৃথিবী চিৎকার করে বলে উঠবে আমার আর কিছু অবশিষ্ট নেই, তারপরও মানবকুলের চাওয়া আর চাহিদা শেষ হবে না, ভুলে যাবে সৃষ্টিকর্তাকে।

Writer: বাক্সবন্দী কবি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply