We accept the love we think we deserve.

— Stephen Chbosky

মাছ

জলের তলায় ডুবে যাচ্ছে মাছ

এমন মাছ কখনও দেখিনি

আমারা স্থলচর

             জলের নিকটে যেতে পারি নাকো 

ঢেউ গুনে গুনে ঘুমিয়ে যাই

সারারাত মাছেদের মৈথুনের ঘরবাড়ি

ভরে যায় চাঁদের আলোয়।

মাছেরা সিনেমা বানায়

ঢেউ তোলে, রঙিন সব ঢেউ।

সকালবেলায় দেখি কিছু কিছু চুমু ভেসে ওঠে

              চুমুকে ছেঁকে আমরা ঘরে আনতে চাই 

কিন্তু আমাদের জল কই?

চোখের জলের নদীতে চুমু নয়

স্বপ্নের মরা লাশ ভাসে

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply