হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

মাছি

শুধু মাছিই উড়িতেছে আর কিছু নহে
আমাদের জাতীয় ক্ষতগুলি আরও দগ্ দগ্ করিতেছে
দুর্গন্ধ উঠিতেছে
প্রলেপ দিবার এবং মাছি তাড়াইবার কোনো ব্যবস্থা হয় নাই

আমরা রবীন্দ্রনাথকে আনিয়াছি
নজরুলকেও আনিয়াছি
বিবেকানন্দ চৈতন্য যীশু মুহাম্মদ কতজনকেই সারিবদ্ধ দাঁড় করাইয়াছি
কিন্তু কিছুতেই কিছু হইতেছে না
মাছিরা আরও নতুন নতুন মাছি লইয়া আসিতেছে
মাছিরা রক্তচোষা গান গাহিতেছে
মাছিরা ভন্ ভন্ শব্দে অতিষ্ঠ করিয়া তুলিতেছে

আমাদের জাতীয় জীবন এখন রোগগ্রস্ত
আমাদের জাতীয় জীবন এখন পোঁকাগ্রস্ত
আমাদের জাতীয় জীবন এখন পচনশীল

মাছি তাড়াইবার ওষুধ আবিষ্কার করিতে গিয়া
কেহ কেহ নিজেরাই মাছি হইয়া যাইতেছে
নতুন নতুন শক্তি সঞ্চয় করিয়া তার শোষক দণ্ড আরও তীক্ষ্ণ করিতেছে

এই দেশ কি মাছির দেশ হইল তবে?
এত মাছি লইয়া আমরা কি নরকে যাইতেছি?

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply