Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

মাছি

শুধু মাছিই উড়িতেছে আর কিছু নহে
আমাদের জাতীয় ক্ষতগুলি আরও দগ্ দগ্ করিতেছে
দুর্গন্ধ উঠিতেছে
প্রলেপ দিবার এবং মাছি তাড়াইবার কোনো ব্যবস্থা হয় নাই

আমরা রবীন্দ্রনাথকে আনিয়াছি
নজরুলকেও আনিয়াছি
বিবেকানন্দ চৈতন্য যীশু মুহাম্মদ কতজনকেই সারিবদ্ধ দাঁড় করাইয়াছি
কিন্তু কিছুতেই কিছু হইতেছে না
মাছিরা আরও নতুন নতুন মাছি লইয়া আসিতেছে
মাছিরা রক্তচোষা গান গাহিতেছে
মাছিরা ভন্ ভন্ শব্দে অতিষ্ঠ করিয়া তুলিতেছে

আমাদের জাতীয় জীবন এখন রোগগ্রস্ত
আমাদের জাতীয় জীবন এখন পোঁকাগ্রস্ত
আমাদের জাতীয় জীবন এখন পচনশীল

মাছি তাড়াইবার ওষুধ আবিষ্কার করিতে গিয়া
কেহ কেহ নিজেরাই মাছি হইয়া যাইতেছে
নতুন নতুন শক্তি সঞ্চয় করিয়া তার শোষক দণ্ড আরও তীক্ষ্ণ করিতেছে

এই দেশ কি মাছির দেশ হইল তবে?
এত মাছি লইয়া আমরা কি নরকে যাইতেছি?

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply