You miss 100% of the shots you don’t take.

— Wayne Gretzky

মশাল -রুদ্র গোস্বামী।

কন্যা সন্তান প্রসব করার অপরাধে
আসামের যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল
আজ তার মৃত্যু বার্ষিকী।
যে কবি সেদিন তার নিরানব্বইতম কবিতাটি
মেয়েটাকে উৎসর্গ করেছিলেন
তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প।
যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে ছেপেছিল
মেয়েটার গনগনে আর্তনাদ
তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্লাশ
আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সম্বর্ধনা মঞ্চ।
যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন
‘আগুন জ্বালো’
তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে
এইমাত্র চলে গেলেন সাচ্ছন্দ মধুচন্দ্রিমা যাপনে।
তুমি কেমন আছো যুবক?
তুমি কি মশাল জ্বেলেছো?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0