ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তাঁরাদের ওই মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে
আজ ছাড়িয়ে সীমানা
হয়তো পাবনা পথেরও ঠিকানা
তবু আজ আজ ছাড়িয়ে সীমানা
সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলে
ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তাঁরাদের ওই মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে
আকাশ যদি ঢাকে ঘন ঘটায়
তাঁরারা মেঘে মেঘে হারিয়ে যায়
যা আছে থাকনা করি না ভাবনা
আধারে কুয়াশায় হারিয়ে যাব না
মনেরও আলোয় চিনে নেব পথ
তুমি ভরসা দিলে
ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তাঁরাদের ওই মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে
moyur konthi rater nile lyrics
MOYUR KANTHI RATER NILE
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1