You are never too old to set another goal or to dream a new dream.

— C.S. Lewis

ময়ূর কণ্ঠী রাতের নীলে

MOYUR KANTHI RATER NILE II APU AMAN II SEYLON MUSIC LOUNGE

ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তাঁরাদের ওই মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে
আজ ছাড়িয়ে সীমানা

হয়তো পাবনা পথেরও ঠিকানা
তবু আজ আজ ছাড়িয়ে সীমানা
সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলে
ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তাঁরাদের ওই মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে

আকাশ যদি ঢাকে ঘন ঘটায়
তাঁরারা মেঘে মেঘে হারিয়ে যায়
যা আছে থাকনা করি না ভাবনা
আধারে কুয়াশায় হারিয়ে যাব না
মনেরও আলোয় চিনে নেব পথ
তুমি ভরসা দিলে
ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তাঁরাদের ওই মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে

moyur konthi rater nile lyrics

MOYUR KANTHI RATER NILE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply