মন কর কি তত্ত্ব তাঁরে

	
	

























































			
			











In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

মন কর কি তত্ত্ব তাঁরে

মন কর কি তত্ত্ব তাঁরে।
ওরে উন্মত্ত আঁধার ঘরে।।
সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত, অভাবে কি ধরতে পারে।।
মন অগ্রে শশী বশীভূত, কর তোমার শক্তি সারে।
ওরে কোঠার ভিতর চোরকুঠারি, ভোর হলে সে লুকাবে রে।।
ষড়দর্শনে দর্শন পেলে না, আগম নিগম তন্ত্রসারে।
সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে।।
সে ভাবলোভে পরপম যোগী, যোগ করে যুগযুগান্তরে।
হলে ভাবে উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে।।
প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে।
সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি বুঝরে মন ঠারে ঠোরে।।

রামপ্রসাদী গান শ্রীশ্রীকালী কীর্ত্তন

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply