মন করো না সুখের আশা

	
	

























































			
			











Behind every atom of this world, hides an infinite universe.

মন করো না সুখের আশা

মন করো না সুখের আশা।
যদি অভয় পদে লবে বাসা।।
হ’য়ে ধর্মতনয় ত্যজে আলয়, বনে গমন হেরে পাশা।
হয়ে দেবের দেব সদ্বিবেচক তবু শিবের দৈন্যদশা।।
সে যে দুঃখী দাসে দয়া বাসে, মন সুখের আশে বড় কসা।
হরিষে বিষাদ আছে মন, করো না এ কথায় গোসা।।
ওরে সুখেই দুঃখ দুঃখে সুখ, ডাকের কথা আছে ভাষা।।
মন ভেবেছে কপট ভক্তি করে পুরাইবে আশা।
লবে কড়ার কড়া তস্য কড়া, এড়াবে না রতিমাষা।।
প্রসাদের মন হও যদি মন, কর্মে কেন হওরে চাষা।
ওরে মনের মতন কর যতন, রতন পাবে অতি খাসা।।

শ্রীশ্রীকালী কীর্ত্তন রামপ্রসাদী গান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply