It always seems impossible until it’s done.

— Nelson Mandela

মনের কথা বলবো কারে

মনের কথা বলবো কারে
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে।।
মনের তিনটি বাসনা
নদীয়ায় করবো সাধনা
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম এ হাল মোরে।।
কটিতে কৌপীন পরিবো
করেতে করঙ্গ নেবো
মনের মানুষ মনে রাখবো
কর যোগাবো মনের শিরে।।
যে দায়ের দায় আমার এ মন
রসিক বিনে বুঝবে কোনজন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় তা বিনয় করে।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0