মনের-অ বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলোনা
মনের-অ বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
পিরিতের-অ এতো জ্বালা,
বন্ধুয়া-না-জানেরে
বনের-অ পাখি যদি হইতাম,
উড়িয়া যাইতাম কাছেরে
প্রেমিক ছাড়া প্রেমের কথারে
সকলেতো বুঝে না
ফুলের মধু খাইলো না
মনের-অ বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
জোয়ার-অ আসিলে, নাও না ছাড়িলে
ভাটায় নৌকা চলে না
প্রেমের-অ সাগরে মাঝি না থাকিলে
একলা জীবন কাটে না
নারীর-অ যইবন জোয়ারের পানিরে
আজ আছে কাল থাকে না
মনের-অ বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
মনের-অ বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না
নাম: মনের-অ বাগানে ফুটিল ফুলরে
কণ্ঠ: শেফালী ঘোষ
ক্যাসেটের নাম: আঞ্চলিক গানের রাণী শেফালী ঘোষ
কথা ও সুর: গফুর আব্দুল হালি
Title: Monero Bagane Futilo Fulree
Singer: Shefali Ghosh
Album: Ancholic Gaaner Rani Shefali Ghosh
Lyrics & Music: Gafur Abdul Hali
Leave a Reply
You must be logged in to post a comment.