Success is not in what you have, but who you are.

— Bo Bennett

মধ্যরাত্রি

এখানে এখন মধ্যরাত্রি,চারিদিকে কি ভীষণ শূন্যতা;
শুনশান নীরবতা!
শহুরে ব্যস্ততা এখন গভীর ঘুমে আচ্ছন্ন।
শাহবাগের রাস্তায় কোনো বাস নেই; কোলাহল নেই বিন্দুমাত্র কোথাও।
কুয়াশা নেই। তন্দ্রা নেই। কবিতা নেই।
আছে শুধু একদল স্মৃতি,খানিক বিরতির পরপর দেয়াল ঘড়ির কাটা দেয়া সুর আর বিষাদ গান।
আরো আছে আমার এলোমেলো চুল,কলার ছেড়া ফুলহাতা লাল শার্ট, একটা কালো চাঁদর,নীরব আকাশ,রাত,আর রাতের পরেই কুয়াশাজড়ানো সকাল আটকানোর তীব্র বাহানা৷
এখানে এখন মধ্যরাত্রি।
চারিদিকে কি ভীষণ শূন্যতা।

– সৈয়দ মোঃ সাকিব আহমদ 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply