একবার ডাকো, আসতে বলাে, ফিরে তাকাও
সন্ধে হয়ে আসছে, রাস্তা ভুলে যাবার আগে সংকেত পাঠাও
আকাশ পড়ে আছে আকাশেই, ঘর ছেড়ে চলে গেছে মানুষ।
বাতাসে শুধুভেসে আসে ছায়া।
অনভ্যাসে তুমিও তাে ভুলে যাবে সব !
প্রতিদিন নদীজলে যে সূর্য দ্যাখাে
সেই কি তােমার হারানাে মুখ ?
সন্ধেয় ফেলে যাও যাকে, সন্ধে তাকেই ডেকে নেবে
তুমি দূরে মধ্যবর্তী দেশ
দুপাশে তুষার যুগ, সমুদ্র চমকায়
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.