Three things cannot be long hidden: the sun, the moon, and the truth.

— Buddha

মধুর মধুর বংশী বাজে

মধুর মধুর বংশী বাজে
Madhur Madhur Banshi Baje
গীতিকার: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুরকার: সুধীন দাশগুপ্ত
কণ্ঠ: সন্ধ্যা মুখোপাধ্যায়
[মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে]-২
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে।
[পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি
পথের ধূলা থেকে
রাই যে আমার রাঙা পায়ের
ছাপ গিয়েছে এঁকে]-২
ঢুকলি ছেড়ে পথের ধূলো চন্দ্রাবলীর কুঞ্জগলিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে।
[অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলমল
আমার হাতের মাটির পিদিম লাজে নিভাইলো]-২
এখন যে হায় গভীর আঁধার
কোন পথে ঘাট বলো ললিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
[মধুর মধুর বংশী বাজে,কোথা কোন কদমতলিতে]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply