মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো
মনে ছিল আশা বন্ধু প্রাণে ছিল আশা
বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা
আশার বাসা ভেঙ্গে বন্ধে কার মায়ায় মজিল
হায়গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো
কান্দে পোড়ায় আঁখি বল গৃহে কেম্নে থাকি
বন্ধের তরে ছটফট করে আমার পরাণ পাখি
পন্থপানে চাইয়া থাকি ওই বুঝি আসিল
হায়গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো
তারে না দেখিলে মরি বল উপায় কি যে করি
বন্ধেরে না পাইলে আমি গলায় দেব দড়ি
লোকে বলবে আক্কাস দেওয়ান কি মরা মরিল
হায়গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো

modhur modhur kotha koiya lyrics

What’s your Reaction?
+1
2
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0