মইষাল বন্ধু রে














































































সুখ কখনও আবিষ্কার করা যায় না। এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে।

— গৌতম বুদ্ধ

মইষাল বন্ধু রে

Moishal Bondhu re |মইষাল বন্ধু রে| Neela Mukherjee | Someswar Bittu Bhattacharya | Ratul Sankar |Leo

তোমরা গাও তোলো গাও তোলো
মইষাল বন্ধু রে
গাও তোলো গাও তোলোরে মইষাল
গাও তোলো ডাঙ্গিয়া
কি ওরে কোনবা চৌরায়
নিয়া গেইল মোক চুরি
কি করিয়া রে ।।
মহিষ দোয়ায় মোর মইষাল বন্ধু
গামছা মাথায় দিয়া
কি ওরে মুই নারীটার মনটায় কয় যায় পড়ু
উধরঙ্গ যায়া রে ।।
মহিষ চড়ায় মোর মইষাল বন্ধু
কোনবা চরের মাঝে
কি ওরে এলায় কেনে ঘন্টির ডাঙ
মুই না শোনাং কানে রে ।।
মোর মইষালের দুখ দেখিয়া
কিনিয়া দিম্ মুই ছাতি
কি ওরে পাড়ারে পড়শি কয় মোক
মইষাল ভাতারি রে ।।

এই গানটি মইষালের গান। গোয়াল পাড়া অঞ্চলের ভাওয়াইয়া ।
রণজিৎ দেব তাঁর ‘লোকসাহিত্যে ভাওয়াইয়া গান’ গ্রন্থে মোষবাথান আর মইষালদের কথা এ ভাবে লিখেছেন— ‘এক সময় এইসব এলাকা ছিল বিস্তীর্ণ পতিত জমি, অরণ্য, নদীসঙ্কুল। পশুপালন ছিল আয়বৃদ্ধির পথ। গো-মহিষ পালনের মাধ্যমে দুধ, দই, ঘি বিক্রি করে আয় হত। জোতদাররা এক-একটি বাথানে শতাধিক মহিষ গোরু রেখে পালন করত। ঘাসের জন্য এদের নিয়ে চরানো হত বনের ধারে, নদীর ধারে বিস্তৃত চরে। মহিষের সংখ্যার উপর বাথানের মইষাল সংখ্যা নিরূপণ হত। এক-একটি বাথানে ৫/৬ জন মইষাল থাকত। গাড়িয়াল-মাহুত-মইষালরা গৃহস্থের বাড়িতে চাকুরি করত— খাওয়াদাওয়া আর সামান্য পয়সাকড়ির বিনিময়ে। মহিষ রক্ষণাবেক্ষণের জন্যে বাড়িতে

স্ত্রী-কন্যাদের রেখে গৃহস্থ-বাড়ির চাকুরি নিয়ে চলে যেতে হত।’

এই বাথান আর মইষালরা উত্তরের ভাওয়াইয়া গানে বিরাট জায়গা দখল করে রয়েছে। রণজিৎ দেব লিখেছেন— ‘স্ত্রীর দুঃখে যেমন এই সকল ভাওয়াইয়া গানের উৎপত্তি, তেমনই যেখানে চাকুরিতে যাচ্ছে, সেখানে যাওয়ার পর সেই জায়গার পরস্ত্রী, যুবতী নারীর প্রেমে পড়ার গানের সংখ্যাও কম নয়। প্রিয় পত্নী ভালবাসার পাত্রীর অন্তরে যেমন বিরহের গানের পঙ্‌ক্তি ভেসে ওঠে, তেমনই নতুন জায়গায় নতুন প্রেমের সান্নিধ্যেও নতুন প্রেমের গান ভেসে ওঠে। পরকীয়া প্রেম ভাওয়াইয়া সঙ্গীতে এক বিরাট অংশ দখল করে আছে। যেখানে মইষালরা মহিষ চড়াতেন, সেখানে গিয়েও যুবতী-প্রেমে হাবুডুবু খাওয়ার কথাও বাঙ্‌ময় হয়ে উঠেছে ভাওয়াইয়া গানের সুরে।’

Song: moishal bondhu.
Artist: Neela Mukherjee.
Guitar, Dotara: Someswar bhattacharya
Percussion: Ratul sankar.
Video credit: Leo

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply