Always forgive your enemies; nothing annoys them so much.

— Oscar Wilde

ভোলানাথ হে ভোলানাথ

ভোলানাথ হে ভোলানাথ
Bholanath He Bholanath
ছায়াছবি: জীবন সঙ্গী
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
কন্ঠ: অনুপ জালোটা
ভোলানাথ,ভোলানাথ
ভোলানাথ হে ভোলানাথ
করুণা-সিন্ধু তুমি দয়ার সাগর
জীবনে প্রথম আমি
চাইছি তোমার কৃপা
দয়া কর দয়া কর হে ঈশ্বর।
তোমারই বাগানে প্রভু
ফুঁটিছে যে ফুল
অকালে ঝরিয়ে তাকে
করোনা গো ভুল
করলে বোধন তুমি
যে প্রতিমা গড়ে
ব্যথা কি পাবেনা তার
বিজয়ার পর-
ভোলানাথ হে ভোলানাথ
ঝরা ফুলকে ফুঁটিয়ে
তুমি কর সুন্দর।
কাউকে বাসিনি ভালো
সে আমার পাপ
আমাকে দাওনা তাতে
শত অভিশাপ,
আমার পাপের ফলে
দিওনা শাস্তি তাকে
তোমাতে যে চিরদিনই
আছে নির্ভর;
ভোলানাথ হে ভোলানাথ
তুমি নিওনা কেড়ে তাকে
ওগো শংকর।
তোমারই খেয়ালে গড়া বিশ্বভুবন
তোমারি হাতে যে তারই জীবন মরণ
প্রলয় পয়োধি সমুদ্রজলে
যে মানুষকে বাঁচাতে নীলকণ্ঠ হলে
অকালে নিওনা সেই মানুষের প্রাণ
কথা রাখ,কথা রাখ,কথা রাখ
কথা রাখ হে ভগবান।
ভোলানাথ হে ভোলানাথ
নাও হে পূজা আমার নাও তুমি নাও
দাওনা আমাকে চরণে ঠাঁই দাও।

anup jalota

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply