Do not look for a sanctuary in anyone except your self.

— Buddha

ভোর ভোর

ভোর ভোর দৃষ্টিশক্তি ফিরে এল
দেখার ভেতর দেখা
দেখতে দেখতে রাঙাচোখ

মেঘের কোলে দুলছে রোদ
রোদের ভাষা বোঝে না এই নরলোক

দেহের ভেতর দাহ
শূন্য জুড়ে কার বসতি
বোঝে না কেহ

জল ঢেলে উবুড় কলসি
বেজে উঠতে চাইছে
যদি কেউ বাজাতে পারে

দ্বিধা এসে প্রাচীর তুলছে
প্রাচীরের ছিদ্রে উপকথার বাস
পিকনিক থেকে উড়ে যেতেই
হাঁসটির শেষ হল পরবাস

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply