ভোর ভোর দৃষ্টিশক্তি ফিরে এল
দেখার ভেতর দেখা
দেখতে দেখতে রাঙাচোখ
মেঘের কোলে দুলছে রোদ
রোদের ভাষা বোঝে না এই নরলোক
দেহের ভেতর দাহ
শূন্য জুড়ে কার বসতি
বোঝে না কেহ
জল ঢেলে উবুড় কলসি
বেজে উঠতে চাইছে
যদি কেউ বাজাতে পারে
দ্বিধা এসে প্রাচীর তুলছে
প্রাচীরের ছিদ্রে উপকথার বাস
পিকনিক থেকে উড়ে যেতেই
হাঁসটির শেষ হল পরবাস
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1