The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

ভুল করে ভালোবেসে যাই শুধু জ্বলে

ভুল করে ভালোবেসে যাই শুধু জ্বলে
এই জ্বালাই বুঝেছিল প্রেম কারে বলে
হায় প্রেম ভাংচুর প্রেম
এই মন আমার ছিল বাধা তাই
শুধু ছুটে যেতো তোমার আশায়
ভালোবাসা কি বুঝেছি আমি
তোমাকে দিয়ে হৃদয়
হায় প্রেম ভাংচুর প্রেম
সানাই সুরে সুরে পাল্ কি যায় চলে
রাঙ্গাতে দাও তুমি অন্য হৃদয়
কিসের ই কারনে এমন ই হয়
শুধু বলো না যাওয়ার সময়
হায় প্রেম ভাংচুর প্রেম

শিল্পীঃ নিউ ইভস
অ্যালবামঃ ভাংচুর প্রেম
সুরকারঃ নাসির
গীতিকারঃ মিঠু
বছরঃ ১৯৯১

vul kore valobashe jai shudu chole lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply