Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

ভুলে গেছি কবে এই পথে যেতে

ভুলে গেছি কবে এই পথে যেতে
Bhule GechhI Kobe Ei Pothe Jete (1960)
গীতিকার: পবিত্র মিত্র
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়
ভুলে গেছি কবে এই পথে যেতে,
তুমি ছিলে মোর কাছে,
মাধবীর শাখা নতুন কুঁড়িতে ভরা
ছিলো মনে আছে।
ভুলে গেছি কবে এই পথে যেতে,
তুমি ছিলে মোর কাছে।
সেদিন কি তিথি কোন সে লগ্ন কে জানে
মনে নেই আজ,কোন পাখি ওগো
ডেকেছিল গানে গানে
আমি শুধু চেয়ে দেখেছি তোমায়,
হারাই তোমারে পাছে
মাধবীর শাখা নতুন কুঁড়িতে
ভরা ছিল মনে আছে
ভুলে গেছি কবে এই পথে যেতে,
তুমি ছিলে মোর কাছে।
কখন রাত্রি নিবিড় হয়েছে
সে কথা কখন ভুলেছি
আমি যে কেবলই কথার মালায়
তোমারে সাজায়ে তুলেছি।
কী জানি কী সুরে
কোন সে স্বপ্নে আমারে
সেই তিথি তুমি কত মায়া দিয়ে
ভরেছিলে বারে বারে
মনে পরে নাতো সে কথাটি আর,
সেজেছিলে কোন সাজে;
মাধবীর শাখা নতুন কুঁড়িতে
ভরা ছিলো মনে আছে
ভুলে গেছি কবে এই পথে যেতে,
তুমি ছিলে মোর কাছে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply