আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

ভালো করে তুমি চেয়ে দেখো

ভালো করে তুমি চেয়ে দেখো
Bhalo Kore Tumi Cheye Dyakho
কথা: শিবদাস বন্দোপাধ্যায়
সুর: ভূপেন হাজারিকা
কণ্ঠ: লতা মঙ্গেশকর
[ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পার কিনা]-২
আমার দু’চোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কিনা।
[সোনালি বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখি বসে নীল সন্ধ্যায়]-২
[জীবনানন্দ তুমি তো শোনাতে]-২
ভেবে দেখ মনে পড়ে কিনা
আমার দু’চোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কিনা।
[পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার]-২
[বনলতা সেন শোনাবে কে আর]-২
এই আমি আজ তুমিহীনা
আমার দু’চোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পার কিনা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply