ভালোবেসে যদি ধরে থাকো মুঠো

ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না,
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না,
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে,
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে ..
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উম রবাবি, হাম হে রাহি
বান যা তু মনজিল,
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল?
কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না,
মেঘে মেঘে তার ছোট পাড়াও জেনো
ঘিরতে পারবে না।
বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে,
প্রেমিকেরা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে ..
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উম রবাবি, হাম হে রাহি
বান যা তু মনজিল,
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল?
মলা .. মলা ….

valobasha jodi dhore thako lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply