In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

ভালবাসা

ভালবাসা প্রত্যেক মানুষ এর জীবনে আসে সে কখনো তুলতে পারে না।জীবনের এই নাটকীয় মুহুর্তে সবকিছু চেঞ্জ হয়ে যায়।মানুষের মন মানসিকতাও পরিবর্তন ঘটে। পছন্দ করা জিনিসটাও একসময় খুব বিরক্ত হয়ে ওঠে।জীবনের বাগীচায় তখন নতুন কিছু উকি দেয়।নতুনভাবে নতুন কিছু পাওয়া থাকে যা পূর্বের বিষয় কে বিশ্বাসঘাতক এর মতো পিছনে পিছনে গিয়ে ছুরিকাঘাত করে।অথবা সুযোগে অপদস্ত করে।

লেখা: Samiul Islam

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply