ভয়ের চাদর

	
	

























































			
			











সাহস আর সুযোগের অভাবই চরিত্র ।

— বার্নার্ড শ

ভয়ের চাদর

ঘড়ির দিকে তাকিয়ে দেখি
সেকেন্ডে সেকেন্ড বছর পেরিয়ে গেলো
সপ্তাহের বার গুনতে গুনতে
ক্যালেন্ডার ছাড়িয়ে গেলো
সেই সময় শেষে বর্তমান আমায় নতুন করে সাজালো।
কিছুটা পিছু ফিরি
কবি হওয়ার গল্প বলি?
মন বাক্সে জমানো আছে,কিছুটা মরিচা গায়ে মেখেছে।
একটু নেড়েচেড়ে বসি,
সে বয়সে আবেগের জোয়ার তুলে মনে
ডায়েরির পাতা যেন এখনো পিছু টানে
আমি তাকিয়ে বিকেলের আকাশে
তারে নিয়ে লিখি বসে বসে
কখনো বা টিপটিপ শব্দে সে কালো মুঠোফোনে।
ভাবিনি তা জড়িয়ে যাবে,শখ কখনো অস্থির মনের বাঁধন কাটিয়ে দেবে।
সবটুকুই যে মমতায় জড়ানো কোনো এক রূপকথা
শুরুটা অবাক হলেও,শেষটা মনগড়া।
আমার শুরুটা এমনি
মুসাফিরের বেশে মমতাজ আমি
অনুভুতি গুলো যে অনেক দামী।
বলে দেবো?
কালো কালিতে সাজিয়ে
তারে দর বাজারে নামিয়ে দেবো?
না গো না!
ইহা যেন বিন্দু বিন্দু রটিয়েছি আমি।
এই বিরাট মহলে বিতর্ক অনেক
লোকলজ্জার লাজ অনেক
সম্মানের ভয় অনেক
যদি আমার গল্প নিয়ে এরা বাজি ধরে,
হাসাহাসি করে!
আমি এতো মূল্যহীন,তাহা করি কী করে?
তাই আমিও থাকি তালাবদ্ধ হয়ে
যখনি পাড়ি জমাই ভিড়ের সংসারে
বুঝে নিও,যদি তোমারও জানতে ইচ্ছে করে
সহানুভূতি চাই না গো
ইহা আজকাল মিথ্যা দামে,সবার কাছেই মিলে।

কলমেঃ Sahnaj Rahman

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply