I’ve learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel

— Maya Angelou

ভব সাগর তারণ কারণ হে

গুরুমন্ত্র:

ভব সাগর তারণ কারণ হে
রবি নন্দন বন্ধন খন্ডন হে
শরনাগত কিঙ্কর ভীত মনে
গুরুদেব দয়া কর দীন জনে

গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে
হৃদি কন্দর তামস ভাস্কর হে
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে

পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে
গুরুদেব দয়া কর দীন জনে
মন বারণ শাসন অঙ্কুশ হে
নরত্রান তরে হরি চাক্ষুষ হে

গুণগান পরায়ণ দেবগণে
গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে

কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে
হৃদিগ্রন্থি বিদারণ কারক হে
মম মানস চঞ্চল রাত্র দিনে
গুরুদেব দয়া কর দীন জনে

রিপুসূদন মঙ্গলনায়ক হে
সুখ শান্তি বরাভয় দায়ক হে
ত্রয় তাপ হরে তব নাম গুনে
গুরুদেব দয়া কর দীন জনে

গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে
তব নাম সদা শুভ সাধক হে
পতিতাধাম মানব পাবক হে

মহিমা তব গোচর শুদ্ধমনে
গুরুদেব দয়া কর দীন জনে
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে
ভব রোগ বিকার বিনাশক হে

মন যেন রহে তব শ্রীচরণে
গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে

গুরুদেব দয়া কর দীন জনে
গুরুদেব দয়া কর দীন জনে

Bhabo Sagaro Tarono #Gurumantro #গুরুমন্ত্র #ভবসাগরতারণকারণহে #Devotional #ভক্তিমূলক #BengaliLyricalJukebox#Ramthakur#BaidehiSengupta

LoknathBaba #AnukulThakul #SriRamKrishna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0