–::শ্যামা সঙ্গীত::–
বড়ো ময়লা জমেছে মনে (গায়ক: মান্না দে)
বড়ো ময়লা জমেছে মনে (৪)
সব ঘৃণা ভুলে তোমার আঁচলে (২)
মুছে দাও সযতনে |
সময়ের পথে চলে যেতে যেতে, কত ধুলা লাগে নোংরা জগতের, (২)
ছুঁয়ে ছুঁয়ে ফেলি (২), ধুয়ে ধুয়ে ফেলি, (২)
তবু থাকে জীবনে |
ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কত দিন যাবে, ধুলা বালি মেখে, (২)
কর মা করুণা (২), নির্দয়া হয়ো না, (২)
কৃপা কর অভাগা জনে
বড়ো ময়লা জমেছে মনে (শ্যামা সঙ্গীত) [Boro Moyla Jomeche Mone lyrics (Shyma Sangeet)]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.