Wear your ego like a loose fitting garment.

— Buddha

বোধ

মুহূর্ত নাড়ায় আর শব্দের খিলানে ফুঁসে ওঠে ষাঁড় বিধি আর চৈতন্যের পারে দেহের বিভাবে নামে অন্ধকার 
 চক্র আসে ঘোর চক্রপথে লালগন্ধ পাপ দৈব এসে ছুঁয়ে যায় অদৈবের তাপ
 বাঁচার নরম আয়ু দিনান্তের ডাকে তরবারি মেলে দেয় রোদ কিছুটা আগুনে, কিছুটা আলোতে সেঁকে নিই আমাদের বোধ।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply