বৈশাখের নাগরদোলায় -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


































































			
			











Life is a succession of lessons which must be lived to be understood.

— Ralph Waldo Emerson

বৈশাখের নাগরদোলায় -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আঁকড়ে থেকো না কিছু।
যে যাবার তাকে যেতে দাও
যে ফেরার সেতাে ফিরবেই —
কলমি লতার ফ্ল্যাটে ফিরে যাবে হলুদাভ হাঁস,
তুমি সভ্যতার নাগরদোলায়
দাঁড়িয়ে চিৎকার করাে : বর্নময় ভালােবাসা তুমি খুলে যাও
নীল পিরামিড তুমি খুলে যাও তােমার দরােজা।
তুমি প’ড়ে থাকো
সময়ের বুটে পেষা বাম হাত তুমি
জীনে জীনে জীর্ন করাে জীবনের জটিল যকৃত।
তােমার পেয়ালা উপচে পড়ুক সমকাল
এক টুকরাে বরফ আর রাষ্ট্রনীতি
ঔপনিবেশিক ভিত —
তােমার পেয়ালা উপচে পড়ুক ভালােবাসা,
ইটের নিসর্গে শুধু ঘাম, শুধু মেদ, প্রেম নেই,
অথবা অন্য কোনাে নাম তার —
অন্য কোন নাম ?
কি নাম তােমার ভালােবাসা ??
কাব্যগ্রন্থ
দিয়েছিলে সকল আকাশ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0